ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের নির্দেশনা

প্রকাশিত: ২৩:৩৬, ১৭ মে ২০২২

ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের নির্দেশনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে আমদানিকৃত ভোগ্যপণ্যের কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে। সারাদেশের প্রায় ৫৪ লাখ ব্যবসায়ীর মধ্যে অল্পসংখ্যক ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফার কারণে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ অবস্থায় চট্টগ্রামের সকল মার্কেট এবং দোকান মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা প্রদান করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ব্যবসায়ী সমাজের এ নেতা সরকারের সিদ্ধান্ত মোতাবেক পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের ওপর জোর দিয়ে মজুদদার বা কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন। তিনি গুটিকয়েক ব্যবসায়ীর কারণে যাতে ব্যবসায়ী সমাজের ইমেজ ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া সকল ব্যাংক কর্তৃক ডলারের একই মূল্য রাখা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি। এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী স্বপন, খাতুনগঞ্জ ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, উপস্থিত ছিলেন।
×