ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিরাপদ পানির জন্য স্মারকলিপি

প্রকাশিত: ০০:২৪, ২৭ জানুয়ারি ২০২২

নিরাপদ পানির জন্য স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ দুর্গম পার্বত্য অঞ্চলের দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে দাবিতে বাংলাদেশ ফ্রেশওয়াটার ও একশন নেটওয়ার্ক থেকে জেলা প্রশাসনকে ৬ সংস্থার নিকট থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের বরাবরে স্থানীয় সরকারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় ৬টি প্ল্যাটফর্মের পক্ষে স্মারকলিপি প্রদান করেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, গ্রীনহিলের প্রতিনিধি যতন কুমার দেওয়ান, অর্ণব দেওয়ান উইভ’র প্রতিনিধি নাইউ প্রু মারমা, ফুল্লরা চাকমা, আশিকার প্রতিনিধি বিপ্লব চাকমা, ককী তালুকদার। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সূচনা কনসোর্টিয়াম এর সহযোগিতায় উপজেলা এ্যাডভোকেসি কর্মশালা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। বক্তব্য রাখেন আলতাফ হোসেন, মোঃ শাহাদাত হোসেন, জিসিডির ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন, আইপি-পিসি সৌরভ কান্তি রায়, ইপিএল, শামীমা ইসলাম শাম্মি, পি আর এল গণ প্রমুখ।
×