ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় ৩ জনের মৃত্যু

দৈনিক রোগী শনাক্ত দুই হাজার ছাড়াল

প্রকাশিত: ২৩:১৮, ১১ জানুয়ারি ২০২২

দৈনিক রোগী শনাক্ত দুই হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥ ওমিক্রন ধরনে যখন সারাবিশ্ব বিপর্যস্ত ঠিক তখনই মাত্র এক দিনের ব্যবধানে দেশে করোনা নতুন রোগী শনাক্ত বেড়েছে ৭৪০ জন। সেই সঙ্গে বেড়েছে নমুনা সংগ্রহের বিপরীতে রোগী শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩১ জন। প্রায় চার মাস পর দৈনিক রোগী শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোন দেশে নমুনার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সেটি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হয়েছে। সেই হিসেবে বাংলাদেশে প্রতিদিন করোনা শনাক্তের হার বৃদ্ধি উদ্বেগজনক। অর্থাৎ সংক্রমণ আর নিয়ন্ত্রণে নেই। এখনই সতর্ক না হলে আছড়ে পড়বে করোনার সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। রোগী শনাক্তের হার সাড়ে ৮ শতাংশ ছাড়িয়েছে। আগের দিনও করোনায় ৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯১ জন নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের হার বাড়ছে। করোনার ডেল্টা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের উর্ধমুখী প্রবণতা দেখা যায়। গেল মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০ এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এখন দুই হাজার ছাড়িয়ে গেল। এর আগে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য এসেছিল গত বছরের ১৪ সেপ্টেম্বর ২০৭৪ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩ জনই পুরুষ। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর ১ জনের রাজশাহী বিভাগে। সোমবারে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৯০৮ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীরই ১৮৭১ জন। অর্থাৎ করোনার বর্তমান সংক্রমণটি রাজধানীকেন্দ্রিকই বলা চলে। এছাড়া রাজধানীতে ওমিক্রনের স্থানীয় সংক্রমণে ঘটনা ঘটেছে। তাদের মধ্যে অনেকের দেশের বাইরে ভ্রমণের ইতিহাস নেই। অর্থাৎ স্থানীয়ভাবে তারা সংক্রমিত হয়েছেন। ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০৮ জন সুস্থ হয়েছেন।
×