ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত ॥ এবি ব্যাংকের তিন কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড

প্রকাশিত: ২১:৩৪, ২৯ অক্টোবর ২০২০

অর্থ আত্মসাত ॥ এবি ব্যাংকের তিন কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ তিন কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংক লিমিটেডের তিন কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করে আদালত। আসামিরা হলেন এবি ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আবু সালেহ আব্দুল মাজেদ, মহাখালী করপোরেট শাখার সাবেক সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এএলএম বদিউজ্জামান, সাবেক প্রিন্সিপাল অফিসার ফারুক আহাম্মেদ ভূঁইয়া এবং মেসার্স ওয়ান থ্রেড এ্যান্ড এ্যাকসেসরিজ ও বুশরা এ্যাসোসিয়েটসের মালিক খন্দকার মেহমুদ আলম (নাদিম)। সূত্র জানায়, আবু সালেহকে দুদক আইনের ৫(২) ধারায় সাত বছরের কারাদ-, এক কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।
×