ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বয়স কমিয়ে ধর্ষণ মামলা থেকে রেহাই পাওয়ার পাঁয়তারা

প্রকাশিত: ২০:১৩, ২১ সেপ্টেম্বর ২০২০

বয়স কমিয়ে ধর্ষণ মামলা থেকে রেহাই পাওয়ার পাঁয়তারা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ সেপ্টেম্বর ॥ সাঘাটায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামির বয়স কমিয়ে মামলা থেকে রেহাই পাওয়ার পায়তারা চলছে। এছাড়া মামলাটি ভিন্নখাতে প্রবাহের জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করাসহ মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ধর্ষিত শিশুটির অসহায় পিতা এসব অভিযোগ করে ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাঘাটা উপজেলার দুর্গাপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে খোরশেদ আলম ১২ সেপ্টেম্বর দুপুরের দিকে প্রতিবেশী ওই শিশুটির সঙ্গে খেলাধুলার এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে খোরশেদ পালিয়ে যায়। এ ঘটনায় সাঘাটা থানায় গত ১৭ সেপ্টেম্বর মামলা দায়ের করা হলে পুলিশ খোরশেদকে তার বাড়ি থেকে আটক করে। এরপর থেকে আসামির আত্মীয়স্বজন একটি প্রভাবশালী কুচক্রি মহলের সহযোগিতায় ধর্ষণের বিচারকার্য বাধাগ্রস্ত করাসহ মামলাটি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা ও অপপ্রচার চালাচ্ছে। এছাড়া সাজা থেকে রক্ষার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম নান্নুর যোগসাজশে আসামি খোরশেদের জন্ম নিবন্ধন সনদপত্রে বয়স কম দেখিয়ে জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দাখিল করেছেন। ওই প্রভাবশালী চক্রের সহযোগিতায় আসামির লোকজন মামলার সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে প্রভাবিত করতে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি শিশু কন্যা ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি দাবি করেছেন।
×