ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাদ্য গুদাম ॥ নতুন অবকাঠামো নির্মাণে শম্বুক গতি

প্রকাশিত: ২৩:৩২, ২৯ আগস্ট ২০২০

খাদ্য গুদাম ॥ নতুন অবকাঠামো নির্মাণে শম্বুক গতি

স্টাফ রিপোর্টার ॥ নানা জটিলতার কারণে দেশের পুরাতন খাদ্য গুদাম মেরামত ও খাদ্য মজুদের জন্য প্রস্তাবিত নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলছে শম্বুক গতিতে। নানা কারণে ঠিকাদাররাও কাজ করতে পারছেন না। ঠিকাদারদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। এ ব্যাপারে যোগাযোগ করেও প্রকল্প পরিচালক হুমায়ুন কবিরের কোন বক্তব্য পাওয়া যায়নি। গত ২৪ আগস্ট খাদ্যমন্ত্রী, খাদ্য সচিব ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর ‘খাদ্য অধিদপ্তর নির্মাণ সমিতি’ পাঠানো এক অভিযোগে এমনটাই দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সারাদেশে ৫৩৪ টি খাদ্য গুদাম, ৪৭টি নতুন অবকাঠামো ও এক লাখ বর্গকিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ২০১৮ সালে ‘সারাদেশে পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ’ প্রকল্প গঠন করে সরকার। এ কাজে ৩১৬ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের ব্যয় ইতোমধ্যেই ৪শ’ কোটি টাকা করা হয়েছে। ২০২১ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের মেয়াদ দুই বছর পার হলেও কাজ ২০ থেকে ২৫ ভাগও শেষ হয়নি। ঠিকাদারদের অভিযোগ, প্রকল্প পরিচালক হুমায়ুন কবিরের কমিশন বাণিজ্যের কারণে তারা কাজ করতে পারছেন না। বিলের আগে শতকরা দশ াগ কমিশন না দিলে বিল পাওয়া যায় না। যেভাবে কাজ চলছে আগামী ১০ বছরেও কাজ শেষ হবে না বলে সংশ্লিষ্টদের দাবি। এতে খাদ্য সুরক্ষিত রাখার সরকারের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
×