ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ০০:৪৯, ২৬ জুলাই ২০২০

সুন্দরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ জুলাই ॥ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামে শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে রোজিনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে খুন করেছে তার স্বামী ছামিউল ইসলাম। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের রহমান মিয়ার ছেলে। জানা গেছে, ১০ বছর আগে একই ইউনিয়নের রামধন গ্রামের ওয়ারেজ আলীর মেয়ে রোজিনার সঙ্গে ছামিউলের বিয়ে হয়। বিয়ের পর অভাব-অনটনের সংসারের ব্যয়ভার বহন করতে কিছুদিন আগে ঢাকায় যায় তারা। সেখানে রোজিনা পোশাক শ্রমিক এবং ছামিউল কাঠমিস্ত্রির কাজ করত। এরই এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। একমাস আগে রোজিনা ঢাকা থেকে তার বাবারবাড়িতে চলে আসে। এর পর ছামিউল বাড়িতে এসে স্থানীয় সুধীজনের সালিসের মাধ্যমে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার সকাল থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে স্বামী মাছ শিকারের কথা বলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বিলেরপাড়ে নিয়ে ছুরি দিয়ে কোপাতে থাকে। রোজিনার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রোজিনাকে পানিতে ফেলে দিয়ে ছামিউল পালিয়ে যায়। নীলফামারীতে বিমাতা ভাই স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বিমাতা ভাই রুহুল আমিনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ডোমার উপজেলা গোমনাতি ইউনিয়নের প-িতপাড়া গ্রামের এই ঘটনায় শনিবার ডোমার থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। এ বিষয়ে নিহতের ছেলে কাওছার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। জানা যায়, ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর দুই স্ত্রী। বড় স্ত্রীর ছেলে মোতালেব হোসেন (৬৫) ও ছোট স্ত্রীর ছেলে রুহুল আমিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শুক্রবার সকালের দিকে ছোট স্ত্রীর ছেলে রুহল আমিন বিরোধীয় জমিতে চাষ দিতে যায়। এ সময় বড় স্ত্রীর ছেলে মোতালেব বাধা দেয়।
×