ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল কোর্টের প্রথম আদেশ

হালদায় ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ২৩:৩২, ১৩ মে ২০২০

হালদায় ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এটি ভার্চুয়াল কোর্টের প্রথম আদেশ। অন্যদিকে ঢাকার নিম্ন আদালতে ৫ ভার্চুয়াল কোর্ট ই-মেল অথবা ই-ফাইলিং এর মাধ্যমে আবেদন পাঠানো যাবে। এদিকে দেশের অন্যান্য স্থানে তথ্য-প্রযুক্তির ব্যবহারে ভার্চুয়াল আদালত পরিচালনার কথা বলা হলেও অভিজ্ঞতা না থাকায় দেশের বিভিন্ন জেলার আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেননি। তবে শীঘ্রই তারা কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ভার্চুয়াল কোর্টে প্রথম আদেশ আসল চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা ৭২ ঘণ্টার মধ্যে ই-মেলযোগে জানাতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ঢাকার নিম্ন আদালতে ৫ ভার্চুয়াল কোর্ট ॥ দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ছুটিকালীন ঢাকা মহানগর দায়রা জজ আদালত ফৌজদারি বিধির মামলাসমূহ নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে চারটি ভার্চুয়াল কোর্টের মাধ্যমে হাজতি আসামিদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত ভার্চুয়াল কোর্টের ই-মেল অথবা ই-ফাইলিং এর মাধ্যমে আবেদন প্রেরণ করার জন্য বলেছেন ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত চারটি ভার্চুয়াল কোর্টে বিন্যাস করে একটি আদেশ জারি করেন। ভার্চুয়াল কোর্ট-১ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী। এই কোর্টে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, দক্ষিণ খান, উত্তরখান, বিমানবন্দর, গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানার হাজতিদের জামিন আবেদন করা যাবে। আবেদন করতে ইমেল- পসসফযধশধ.াপ১@মসধরষ.পড়স, ই-ফাইলিং সুপড়ঁৎঃ.লঁফরপরধৎু.ড়ৎম.নফ অথবা মোবাইল : ০১৮২৪৪২৭২১৭। ভার্চুয়াল কোর্ট-২ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী। এই কোর্টে রমনা, শাহবাগ, কলাবাগান, ধানম-ি, নিউমার্কেট, হাজারিবাগ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, কোতোয়ালি, বংশাল ও সূত্রাপুর থানার হাজতি আসামিদের জামিন আবেদন করা যাবে। আবেদন করতে ইমেল- পসসফযধশধ.াপ২@মসধরষ.পড়স, ই-ফাইলিং সুপড়ঁৎঃ.লঁফরপরধৎু.ড়ৎম.নফ অথবা মোবাইল : ০১৮২৪৪২৭২১৭। ভার্চুয়াল কোর্ট-৩ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। এই কোর্টে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, সবুজবাগ, মুগদা, ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ওয়ারী ও গে-ারিয়া থানার হাজতি আসামিদের জামিনের আবেদন করা যাবে। আবেদন করতে ইমেল- পসসফযধশধ.াপ৩@মসধরষ.পড়স, ই-ফাইলিং সুপড়ঁৎঃ.লঁফরপরধৎু.ড়ৎম.নফ অথবা মোবাইল :০১৮২৪৪২৭২১৭। ভার্চুয়াল কোর্ট-৪ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। এই কোর্টে তেজগাঁও, তেজগাঁও শিল্প, হাতিরঝিল, শেরেবাংলানগর, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, দারুসসালাম, শাহআলী, পল্লবী, রূপনগর, কাফরুল ও ভাসানটেক থানার হাজতি আসামিদের জামিনের আবেদন করতে পারবেন। আবেদন করতে ইমেইল- পসসফযধশধ.াপ৪@মসধরষ.পড়স, ই-ফাইলিং সুপড়ঁৎঃ.লঁফরপরধৎু.ড়ৎম.নফ অথবা মোবাইল : ০১৮২৪৪২৭২১৭।
×