ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পত্রিকা বিলি ১০ দিন বন্ধ

প্রকাশিত: ১২:০৯, ২৬ মার্চ ২০২০

মাদারীপুরে পত্রিকা বিলি ১০ দিন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ মার্চ ॥ করোনার প্রাদুর্ভাবের কারণে এজেন্ট ও হকারদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন সব ধরনের সংবাদপত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এজেন্টরা। বুধবার এজেন্ট ও হকারদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাদারীপুর ওমর আলী নিউজ এজেন্সির মালিক ওমর আলী শিকদার বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের ছেলেরা পেপার নিয়ে গ্রাহকদের বাসায় গেলে তাদের সন্দেহ করে। কোন কোন গ্রাহক বলেন, দূরে থাকো এদিকে আগাবা না- এমন আচরণ করায় আমরা বাধ্য হয়েছি পত্রিকা বন্ধ করতে। তা ছাড়া ১০ দিনের জন্য সরকারী-বেসরকারী সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। পত্রিকার কাটতি একেবারে কমে গেছে। বুধবার বেলা ১১টার দিকে সকল পত্রিকার অফিসে জানিয়ে দেয়া হয়েছে। তবে রাজৈর ও শিবচরে সংবাদপত্র চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে টেকেরহাট বন্দরের সংবাদপত্রের এজেন্ট খোন্দকার আবদুল মতিন বলেন, আমরা পত্রিকা চালু রাখব। তবে ১০ দিন অফিস আদালত বন্ধ থাকায় পত্রিকা কিছু কম আনা হবে। পত্রিকা অফিস যদি বন্ধ না করে তাহলে আমাদের পত্রিকা বন্ধ হবে না। টাঙ্গাইলে বিদেশ ফেরতের বাড়িতে লাল পতাকা নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ মার্চ ॥ করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ও স্থানীয়দের সচেতন করতে টাঙ্গাইলের কালিহাতীতে বিদেশ ফেরত ৪৫৩ প্রবাসীদের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে ও স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বল্লা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী আমিনুল ইসলাম ও মফিজুলের বাড়িতে লাল পতাকা ও স্টিকার লাগিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী প্রমুখ। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, উপজেলায় গত ১৫ দিনে বিদেশ থেকে ৪৫৩ প্রবাসী এসেছে। আমরা প্রত্যেকের বাড়িতে একটি করে লাল পতাকা এবং একটি স্টিকার লাগিয়ে দিয়েছি। সেখানে সেই ব্যক্তির নাম-ঠিকানা এবং কবে বাংলাদেশে এসেছেন ও হোম কোয়ারেন্টাইনের মেয়াদ কবে শেষ হবে সে তথ্য আছে এবং সঙ্গে আমাদের প্রশাসনের নাম্বার দেয়া আছে।
×