ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র সঙ্গীত সম্মেলন

প্রকাশিত: ০৯:৩৮, ৮ মার্চ ২০২০

রবীন্দ্র সঙ্গীত সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, ৭ মার্চ ॥ শনিবার দুপুর ১২টার সময় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম হিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহাসহ অন্যরা। এ অনুষ্ঠানে শাহজাদপুরসহ সারাদেশ থেকে আগত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। তিন ডায়াগনস্টিককে জরিমানা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, ৭ মার্চ ॥ মোহনগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে অনুমোদনবিহীন একাধিক প্যাথলজিতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। অনুমোদন না থাকায় রোকেয়া ডায়াগনস্টিক সেন্টার, আরিয়ান প্যাথলজি, মা প্যাথলজিকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় অন্যান্য প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে পরিচালনার নির্দেশ দেন।
×