ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধূমপানে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১০:১৯, ২ ডিসেম্বর ২০১৯

 ধূমপানে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক কিশোরকে গ্রেফতার করেছে। এদিকে কাওরান বাজার ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় ধূমপান করতে নিষেধ করায় আমির হোসেন (৩০) নামে হাসপাতালের এক কর্মচারীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ইব্রাহিম (১৮) নামে একজন কিশোরকে গ্রেফতার করেছে। হাসপাতাল সূত্র জানায়, নিহত আমির হাসপাতালের বহির্বিভাগের ক্যান্সার বিভাগে ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে আমির শহীদ মিনার এলাকায় ঘুরতে বের হয়। এরপর তিনি ঢামেক হাসপাতালের বহির্বিভাগে দিয়ে হাঁটার সময় ইব্রাহিম নামে এক কিশোর তাকে ঘিরে ধরে। এ সময় ইব্রাহিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কিশোর ইব্রাহিম ক্রিকেট ব্যাট দিয়ে আমির হোসেনের মাথায়, পিঠে, ঘাড়ে পেটাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেখানে আনসার সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক-ট্রেন মুখোমুখি সংঘর্ষ রাজধানীর কাওরান বাজার ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোর সাড়ে চারটার দিকে সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে যায়। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন ট্রাকটি ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালকের মৃত্যু হয়।
×