ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জগন্নাথ হল ট্র্যাজেডি, ঢাবিতে শোক দিবস পালন

প্রকাশিত: ১২:০৮, ১৬ অক্টোবর ২০১৯

জগন্নাথ হল ট্র্যাজেডি, ঢাবিতে শোক দিবস পালন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের ভবনের ছাদ ধসে ২৬ ছাত্রসহ মোট ৪০ জনের মৃত্যু হয়। তাদের স্মরণে শোক র‌্যালি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল হল, হোস্টেল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকাল সাড়ে ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‌্যালি বের করেন। পরে তারা জগন্নাথ হল স্মৃতিসৌধে যান এবং পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন। বিশ^বিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান। মিয়ানমারকে ৫০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারকে নতুন করে ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তালিকাটি হস্তান্তর করা হয়। -খবর বাংলা নিউজের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইনের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে চতুর্থ দফায় ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। মিয়ানমার এই তালিকা যাচাই-বাছাই করবে।
×