ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অভিনব প্রতিবাদ কৃষকের

প্রকাশিত: ১০:৩৩, ৫ অক্টোবর ২০১৯

  অভিনব প্রতিবাদ কৃষকের

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবাবাদের কৃষক মেকা সুধাকর রেড্ডি যে জমিতে শস্য ফলিয়ে নিজের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতেন, সেই জমিতেই ছয় ফুট কবর খুঁড়ে নিজের অর্ধাঙ্গ পুঁতে রাখলেন। নিজের পাঁচ একর জমির দলিলপত্র দিতে সরকারী ভূমি অফিস অস্বীকার করায় আশাহত হয়ে এমন অভিনব প্রতিবাদ করেছেন তিনি। সরকারী রাজস্ব কর্মকর্তারা তাকে আশাহত করেছেন। সরকারী রাজস্ব কর্মকর্তারা তাকে পাত্তাদার পাসবুক দিতে অস্বীকৃতি জানানোর কারণে তিনি কাজটি করেন। পাত্তাদার পাসবুক সেখানকার কৃষকের জমির মালিকানাপত্র হিসেবে স্বীকৃত। -এনডিটিভি
×