ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাবি গ ইউনিটের ফল প্রকাশ আজ

প্রকাশিত: ১১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ঢাবি গ ইউনিটের ফল প্রকাশ আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল আজ দুপুর ১টায় প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে অবস্থিত কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষনং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। গত ১৩ সেপ্টেম্বর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ‘দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন’ স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করলে কর্মচারীদের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এ সময় তিনি মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। কারও অবৈধ-অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করতে নির্দেশ দিয়ে তিনি জানান, সরকারের শক্তির ওপরে মস্তানি করার শক্তি কারও নেই। সরকারী কাজে দুর্নীতিমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করতে গিয়ে কেউ বিপদগ্রস্ত হলে আমিই তাদের প্রটেকশন দেব। বুধবার প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উন্নয়ন প্রকল্পসমূহের পৃথক পৃথক এডিপি সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিভিন্ন স্থাপনা নির্মাণ, টেন্ডার ও ঠিকাদারিসহ দেশের দুর্নীতিরোধে প্রধানমন্ত্রী দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন, যা সরকারী পর্যায়েও শুরু করা হবে।
×