ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ছাত্রী হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৩, ২৪ আগস্ট ২০১৯

 মাদ্রাসা ছাত্রী হত্যার  প্রধান আসামি  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগি থেকে উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রী আসমা খাতুনকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামি পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রামের আবু হানিফ ওরফে ভুট্টোর ছেলে মারুফ হাসান বাধনকে (২০) বৃহস্পতিবার রাতে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। কোথা থেকে তাকে আটক করা হয়েছে তা প্রকাশ করেনি পুলিশ। তবে বাধনের পরিবারের দাবি বাধন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন, বাধনকে সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে। এদিকে মাদ্রাসা ছাত্রী আসমা খাতুনকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাঁচাও পঞ্চগড় নামক একটি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে ওই সংগঠনের আহ্বানে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত আসমার বাবা-মা, সহপাঠী ও গ্রামবাসীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গত ১৯ আগস্ট সকালে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের বলাকা কমিউটার ট্রেনের একটি পরিত্যক্ত বগি থেকে আসমার লাশ উদ্ধার করে পুলিশ। আসমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
×