ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে মশার ওষুধ স্প্রে করার পর ১১ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ১১:০০, ৪ আগস্ট ২০১৯

মৌলভীবাজারে মশার ওষুধ স্প্রে করার পর ১১ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩ আগস্ট ॥ মশক নিধন স্প্রের গন্ধে মৌলভীবাজার দ্য ফ্লাওয়ার কেজি এ্যান্ড হাইস্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এর মধ্যে চার জন হাসপাতালে ভর্তি আছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কে.জি এ্যান্ড হাই স্কুলে এই ঘটনা ঘটে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, দুপুরে দি ফ্লাওয়ার্স কে.জি এ্যান্ড হাই স্কুলে ক্লাস চলছিল। ওই সময় স্কুলে পৌরসভা পক্ষ থেকে মশার ওষুধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর অসুস্থ হলে এ্যাম্বুলেন্স করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলো- একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী এমি, সানন্দ দত্ত, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, ৮ম শ্রেণীর ছাত্র রিয়া দত্ত, তনিমা জান্নাত, শাহরিয়ার সাদি, প্রজ্ঞা চৌধুরী, সৈয়দা ফাহিমা, ৭ম শ্রেণীর ছাত্রী সৈয়দা লাবিবা আহমদ। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রত্ম দ্বিপ বিশ্বাস বলেন, ‘কারও আগে থেকে শ্বাসকষ্ট থাকলে এই রকম সমস্যা বেশি হতে পারে। বর্তমানে ৪ জন হাসপাতালে ভর্তি আছে। সবাই শঙ্কামুক্ত রয়েছে। এ পর্যন্ত ১১ শিক্ষার্থীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।’ অভিভাবক মঞ্জু দত্ত, সৈয়দ রাশেদ আহমদ ও এম এ মান্নান বলেন, ক্লাস চলাকালে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ স্প্রে করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পৌর কর্তৃপক্ষ চাইলে ক্লাস শেষে শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে ওষুধ স্প্রে করতে পারত। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থদের নিয়ে উদ্বিগ্ন। দি ফ্লাওয়ার্স কে.জি এ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, স্প্রে করার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। আমরা এ্যাম্বুলেন্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাই। কত জন অসুস্থ হয়েছে এমন প্রশ্নে শিক্ষকরা তার সঠিক পরিসংখ্যান দিতে পারেননি। এই ঘটনা জানাজানি হলে অভিভাবকরা হাসপাতালে ভিড় জমান। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যাই। আগামীতে স্কুল ছুটির পর স্কুলের ক্যাম্পাসে মশক নিধনের স্প্রে দেয়া হবে।
×