ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলারডুবি

চারদিনেও সন্ধান মেলেনি ২৮ জেলের ॥ স্বজনদের কান্না থামছে না

প্রকাশিত: ০৮:৫৩, ১০ জুলাই ২০১৯

চারদিনেও সন্ধান মেলেনি ২৮ জেলের ॥ স্বজনদের কান্না থামছে না

হাসিব রহমান, ভোলা ॥ জামাল মাঝি (৩৫) । স্ত্রী ২ কন্যা ও মা বাবা নিয়ে কোন রকমে দিন কাটছিল। স্বপ্ন ছিল এবার ভরা মৌসুমে ইলিশ ধরে ধার দেনা শোধ করে পরিবার নিয়ে ভালভাবে দিন কাটাবে। অসচ্ছলতা কাটিয়ে তাদের সংসার আলোকিত হবে। পরিবারের সদস্যরাই এমনই আশায় ছিল। কিন্তু সেই আশা ভেঙ্গে গেছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জামাল মাঝি ও তার ছোট ভাই রুবেল নিখোঁজ হয়েছে। জামাল মাঝির মতো ভোলার চরফ্যাশন উপজেলা ২৮ জেলের স্বপ্ন আজ সাগরের নোনা জলে ভেসে গেছে। বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবির ৪ দিন পর মঙ্গলবার বিকেল পর্যন্ত নিখোঁজ ২৮ জেলের এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই পরিবারে চলছে এখন শোকের মাতম। স্বজনদের কান্না যেন থামছে না। ট্রলারডুবিতে যদি জেলেরা ডুবে মারা যায় অন্তত স্বজনরা তাদের লাশ উদ্ধার যাতে করা হয় সেই দাবি জানাচ্ছে। কিন্তু নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে সাগর ও নদীতে তেমন কোন খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। নিজেরাই ট্রলার নিয়ে নদীতে খুঁজছেন। তবে প্রশাসন বলছে কোস্ট গার্ড ও নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাট থেকে মনির মাঝি ও মামুন মাঝির ২টি ট্রলার ২৭ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। গত শনিবার ভোরে ঝড়ের কবলে পড়ে ওই ট্রলার ২টি নিখোঁজ হয়। কিন্তু ডুবে যাওয়া মামুন মাঝির ট্রলারের ১৩ জেলে উদ্ধার হলেও মনির মাঝির ট্রলারের জেলেদের কোন সন্ধান পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি। অপর দিকে প্রত্যক্ষদর্শী জেলে হোসেন জানান, শনিবার ভোরে ঝড়ের কবলে পড়ে দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের ১৪ জেলে সাগরের ৭ বান এলাকায় শাজাহান মাঝির ট্রলারে ডুবে যায়।
×