ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান

প্রকাশিত: ১২:৪৯, ৮ জুন ২০১৯

অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান

জনকণ্ঠ রিপোর্ট ॥ ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রের জন্য দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া অঞ্জু ঘোষ বুধবার কলকাতায় বিজেপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অঞ্জুর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ। অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন ওঠায় দলটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এই চলচ্চিত্র অভিনেত্রীর ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি তার জন্মও হয়েছে সেদেশে। নিজের এই বক্তব্যের পক্ষে অঞ্জু ঘোষের জন্মসনদও প্রকাশ করেছেন তিনি। কলকাতা পৌর কর্তৃপক্ষের ওই সনদে অঞ্জু ঘোষের জন্ম তারিখ লেখা হয়েছে ১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বিজেপিতে যোগ দেয়ায় তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বৃহস্পতিবার এক টুইটে এর জবাব দিয়ে দিলীপ ঘোষ লেখেন, শ্রীমতি অঞ্জু ঘোষ সম্প্রতি আমাদের বিজেপিতে যোগ দিয়েছেন। এটা তার নাগরিকত্ব নিয়ে বেশ আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি একজন ভারতীয় নাগরিক এবং সব সন্দেহের অবসানে তার জন্মসনদই তার নাগরিকত্বের প্রমাণ। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’সহ অনেক জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করা অঞ্জু ঘোষ পরে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও রয়েছে তার বসবাস। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কলকাতার সল্ট লেকে বসবাস করছেন ৬৩ বছর বয়সী এই বাংলাদেশী অভিনেত্রী। তবে বিজেপিতে যোগদানের ওই অনুষ্ঠানে বর্তমান নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন অঞ্জু ঘোষ এড়িয়ে যান বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
×