ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গায় দুই দিনে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১০:২৩, ২৮ মে ২০১৯

 বুড়িগঙ্গায় দুই দিনে ১৫০ অবৈধ  স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। সোমবার সকাল দশটা থেকে বিকেলে চারটা পর্যন্ত কাঁচা, পাকা, আধাপাকাসহ প্রায় ৫০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর অনুমোদন না নিয়ে নদীতে ড্রেজার স্থাপন করে বালু নেয়ায় একটি ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দেয়া হয়। এ নিয়ে গত দুই দিনে বুড়িগঙ্গা নদীর তীরের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া নদীর তীরের দাপা ও ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন অবৈধ বালু ব্যববসার জন্য স্তূপ করে রাখা বালু ইট নিলামে তুলে প্রায় ১৬ লাখ টাকা বিক্রি করা হয়েছে।
×