ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে স্ত্রীকে গাছে বেঁধে সিগারেটের ছ্যাঁকা

প্রকাশিত: ০৯:১৯, ৩ মে ২০১৯

 বরিশালে স্ত্রীকে গাছে বেঁধে সিগারেটের ছ্যাঁকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় জাহানারা বেগম নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে হাত ও পা বেঁধে অমানুষিক নির্যাতন করেছে পাষন্ড স্বামী ও তার সহযোগীরা। এ সময় ওই গৃহবধূকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে সারা শরীর ঝলসে দেয়া হয়েছে। মুমূর্ষু অবস্থায় ক্যাম্প পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে আহত গৃহবধূর মা শাহানুর বেগম জনকণ্ঠকে জানান, প্রায় ১৮ বছর আগে তার মেয়ে বাকেরগঞ্জ উপজেলার কবাই শিয়ালঘুনী গ্রামের সুলতান হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। পাঁচ বছর ধরে সুলতান পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ছাড়া যৌতুকের জন্য সুলতান তার মেয়েকে প্রায়ই নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে সুলতানের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে বরিশাল আদালতে দুটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর সুলতান ও তার সহযোগীরা জাহানারাকে একাধিকবার হত্যা ও গুম করার চেষ্টা করে। সম্প্রতি বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করা হয়। এতে তারা পুনরায় সংসার শুরু করলেও সুলতান সবার অজান্তে মেহেন্দিগঞ্জের গাগুড়িয়া এলাকার গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে গত ২৯ এপ্রিল গভীর রাতে সুলতান ও তার ৫/৬ জন সহযোগীরা মেয়েকে ঘর থেকে ডেকে এনে গাছের সঙ্গে হাত ও পা বেঁধে মুখে কাপড় দিয়ে আটকিয়ে অমানুষিক নির্যাতন করে। এ সময় জাহানারা সমস্ত শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়া হয়।
×