ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

প্রকাশিত: ১৩:৫৭, ২৩ এপ্রিল ২০১৯

তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

জনকণ্ঠ ডেস্ক ॥ বৈশাখে সূর্যের দাপট একটু বেশি থাকে। তবে এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। এপ্রিল মাসে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়েবসাইটের। আবাহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুল কালাম মল্লিক জানিয়েছেন, একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। আগামী দিনগুলোতে গরম আরও বেড়ে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
×