ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঢাকায় দমকলকর্মীদের সরঞ্জাম সরবরাহে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ১০:৪৩, ১ এপ্রিল ২০১৯

 ঢাকায় দমকলকর্মীদের  সরঞ্জাম সরবরাহে নির্দেশনা চেয়ে  হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ফায়ার সার্ভিসকর্মীদের কাজের সুবিধার্থে আধুনিক ও পর্যাপ্ত পোশাক, যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে গুলশান এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে ঢাকা মহানগরীর উত্তরা ১৮ নং সেক্টরের দক্ষিণ পাশে দ্বিগুণ, বাউনিয়া ও বড়কাকর মৌজায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিকট হস্তান্তর এবং জলাশয়টির ভরাট কেন বেআইনী, আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী ঘোষণা করা হবে না সে মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকায় ফায়ার সার্ভিসকর্মীদের কাজের সুবিধার্থে আধুনিক ও পর্যাপ্ত পোশাক, যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া ঢাকায় ভবন নির্মাণ করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রবিবার গুলশান সোসাইটির মহাসচিব সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ এ রিট আবেদন করেন। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারী।
×