ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেশিন জব্দ

প্রকাশিত: ১০:২৮, ২৮ জানুয়ারি ২০১৯

 মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ বালু মহাল থেকে ১১ শ্যালো মেশিন, সরঞ্জামাদি ও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। ওই সময় কৌশলে পালিয়ে যায় জড়িতরা। চকরিয়া-খুটাখালী সংরক্ষিত বনাঞ্চল মধুশিয়া নামের এলাকায় এ অভিযান চালানো হয় বলে রবিবার সকালে রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুটাখালীর আনোয়ার হোসেন মেম্বারসহ চকরিয়ার রহিম মেম্বার, বাবুল, নাছির, খুটাখালীর সাইফুল, বশির ড্রাইভার, পেটান, জয়নাল, কামাল, হুমাইয়ুন, সালাহ উদ্দিনসহ একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
×