ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৬, ২৭ জানুয়ারি ২০১৯

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরিসহ সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানিয়েছে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সংগঠনটি। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আহ্বায়ক সঞ্জয় দাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক নূর রশিদ, বিজিত শিহাব উদ্দীন ইউসুফ, সদস্য জামিল হোসেন, মারজুক হোসেন, বশিরুল ইসলাম প্রমুখ। সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা দীর্ঘ সাত বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছি। আমরা ইতোমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার লক্ষ্যে দেখা করেছি। আমাদের বিশ্বাস, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী শীঘ্রই আমাদের এই দাবি মেনে নেবে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছি। প্রতিমন্ত্রী আমাদের বলেছেন তোমাদের দাবি যৌক্তিক এবং দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা হবে। ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দাবি ॥ ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুসহ সকল বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি সমিতি ফাউন্ডেশনের নেতারা। তারা বলেন, মাদ্রাসায় উপবৃত্তি ব্যবস্থা চালু না থাকায় শিক্ষার্থীরা একদিকে যেমন বঞ্চিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থী ভর্তির হারও কমে যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক নেতারা এ দাবি জানান। চট্টগ্রামে বায়েজিদ এলাকায় আগুনে ২৪ বসতঘর পুড়ে গেছে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বালুছড়ায় আগুনে বেশকিছু বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে এ জাতীয় পুড়ে যাওয়া বসতঘরের সংখ্যা ২৪ বলে জানানো হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে বালুছড়ায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
×