ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ ডিসেম্বর ২০১৮

কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার প্রচারকেন্দ্রে এই হামলায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় একজন গুরুতর আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি। এই তথ্য নিশ্চিত করেছে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির। দাদন ফকির বলেন, মোল্লাপাড়ায় আওয়ামী লীগের অফিসের সামনে কয়েক রাউন্ড গুলি চালিয়ে কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, টেলিভিশন এবং চেয়ার ভাংচুরের পর ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। হামলায় কয়েকজন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি। আমরা ধারণা করছি জামায়াত-বিএনপি-শিবির এই হামলা চালিয়েছে। ঘটনার পর আমরা পুরো এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করেছি। হামলার সময়ে প্রচারকেন্দ্রটিতে কর্মী সমর্থক কম ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কামাল মজুমদারের ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম। তিনি জানান, হামলায় ডিএনসিসি’র ১৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক নেতা হারুন উর রশিদ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার রাত ২টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা, বগুড়ায় জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলা ও অফিস ভাংচুর করা হয়েছে, টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে, ময়মনসিংহের নান্দাইলে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিংযোগ করা হয়েছে কুমিল্লার মুরাদনগর বিএনপি কর্মীদের ওপর হামলা ও অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা এবং নীলফামারীতে মহাজোটের প্রচার মিছিলে হামলার অভিযোগে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার গাঁওদিয়ার পালগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে গ্রামটির আনন্দ বাজারে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। লৌহজং থানার ওসি মোঃ মনির হোসেন জানান, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। নির্বাচনী প্রচারের জন্য প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার ক্যাম্প করেছে। সোমবার রাতে গাঁওদিয়ার পালগাঁওয়ের আনন্দ বাজার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া ॥ বগুড়া-২ আসনের (শিবগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী (মহাজোট) শরিফুল ইসলাম জিন্নাহর গাড়িবহর লক্ষ্য করে সোমবার রাতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় দুল (২৫) ও আলমগীর (২৭) নামে জাতীয় পার্টির দুই কর্মী আহত হয়। হামলার জন্য ধানের শীষ প্রতীকের প্রার্থী (ঐক্যফ্রন্ট) নাগরিক ঐক্যর আহŸায়ক মাহমুদুর রহমান মান্নার কর্মী-সমর্থকদের দায়ী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ ও জাপা সূত্র জানায়, লাঙ্গল প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম রাতে নির্বাচনী প্রচার করে ফেরার পথে কিচক এলাকায় খবর পান তার পোস্টার ছিড়ে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মী ঐক্যফ্রন্টের লোকজন। খবর পেয়ে মহাজোট প্রার্থী জিন্নাহ ঘটনাস্থল ভাইয়ের পুকুর এলাকায় গেলে আকস্মিকভাবে তার গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় বহরে থাকা লোকজন দ্রæত নামতে গিয়ে পড়ে আহত হন। ভূঞাপুর, টাঙ্গাইল ॥ ভ‚ঞাপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে গভীর রাতে ৫০-৬০টি মোটরসাইকেল আরোহী শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় মালেক তালুকদার নামক এক কর্মী অফিসেই ছিলেন। তিনি টেবিলের নিচে পালিয়ে প্রাণে বেঁচে যান। নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলায় মুশুলী ইউনিয়নে জামতলা বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিপক্ষকে জড়িত থাকার অভিযোগ করেছেন। কুমিল্লা ॥ কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেএম মুজিবুল হকের নির্বাচনী অফিস ভাংচুরসহ পৃথক কয়েকটি স্থানে হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার এসব ঘটনা ঘটে। এছাড়াও গত ২ দিনে উপজেলার পৃথক কয়েকটি স্থানে একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করা হয়। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি’র প্রার্থী কেএম মুজিবুল হক সাংবাদিকদের জানান, মঙ্গলবার উপজেলার টনকী বাজারে হামলায় বিএনপির ৬/৭ জন নেতাকর্মী আহত হয়েছে। বাইরা গ্রামে হামলায় আহত বিএনপির ৫ নেতাকর্মী। এছাড়াও দুর্বৃত্তরা হাটাস বাজারে বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করেছে। এর আগে শ্রীকাইল গ্রামের বিএনপি নেতা মনিরুল হক জজ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। নীলফামারী ॥ নীলফামারী-৩ জলঢাকা আসনে মহাজোট প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী প্রচার অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে জলঢাকা উপজেলা জামায়াত-শিবিরের বিরুদ্ধে মামলা করা হয়। সোমবার রাতে স্থানীয় বঙ্গবন্ধু প্রজন্মলীগের মোজাম্মেল হক এলু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে জামায়াতের জলঢাকা আমির সাদেরসহ ৫০ জনকে আসামি করা হয়। মাগুরা ॥ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরার সীমাখালীতে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের নির্বাচনী অফিসে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। ফলে ৩ জন আহত হয়েছে। এ সময় অফিসে ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে জেলার মাগুরা-২ আসনের মহম্মদপুরের বিনোদপুরে বিএনপি প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর নির্বাচনী অফিসে হামলা ঘটেছে। সন্ধ্যায় নেতাকর্মীরা নির্বাচনী অফিসে বসে ছিলেন এই সময় কিছু যুবক তাদের ধাওয়া করে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ধ্যায় নেতাকর্মীরা বিনোদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে বসে ছিলেন এইসময় কিছু যুবক তাদের ধাওয়া করে। ফলে নেতাকর্মীরা পালিয়ে যান। কেউ আহত হননি।
×