ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১১, ৭ নভেম্বর ২০১৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হাফেজ সাইফুল ইসলাম রুবেলের (৩৩) মৃত্যু হয়েছে। এ ঘটনার মারাত্মক দগ্ধ তার স্ত্রী সাজেনা আক্তার (২৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। আর তার স্ত্রী সাজেনার ৮৭ ভাগ শরীর দগ্ধ হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরেরদিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ১৩ নম্বও রোডের একটি টিনশেড ঘরে ঘুমন্ত দম্পতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম (৩৩) ও স্ত্রী সাজেনা আক্তার (২৫) মারাত্মক দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সাইফুলের ভাই একলাস হোসেন জানান, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ১৩ নম্বও রোডের একটি টিনশেড ঘরে থাকতেন সাইফুলরা। একলাস থাকেন পাশের ঘরে। ওই হাউজিংয়ের গরুর ফার্মের ব্যবস্থাপনার কাজ করতেন সাইফুল। তাদের বাবার নাম আতাউজ্জমান। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহনের বদরপুর গ্রামে। তিনি জানান, সাইফুল দাখিল ও আলিম পাসের পাশাপাশি কোরআনে হাফেজ। একলাস হোসেন জানান, নবীনগর হাউজিংয়ের ওই টিনশেড বাড়িতে ৫টি পরিবার ছিল। সোমবার রাত সাড়ে ১২টার তার ভাই সাইফুল-সাজেনা ভাবি দরজা বন্ধ করে ঘুমাতে যায়। ভোর অনুমানিক ৫টার দিকে বিকট শব্দ ও ভাবির কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে। পরে ঘরের দরজা ভেঙ্গে তাদের শরীরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলে। তখনও তাদের পুরো শরীর আগুন মারাত্মক দগ্ধ রূপ নেয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের শিয়রে বসে থাকা সাইফুলের ছোট ভাই নুরুন্নবী জানান, ভাই বার বার পানি পানি বলে চিৎকার করছিল। সারা শরীর জ্বলে যাচ্ছে বলে বলছেন। তবে নার্সরা বেশি পানি দিতে বারণ করেন। আর ও দুই শ্রমিক দগ্ধ ॥ এদিকে একইদিন দুপুরে রাজধানীর রায়েরবাগে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এরা হচ্ছে, টাইলস মিস্ত্রি মোঃ রিয়াজ (২৫) ও মোঃ সোহেল (২২)। দগ্ধ রিয়াজের বাবার নাম লুৎফর রহমান। গ্রামের বাড়ি বরিশালে। আর সোহেলের বাবার মোবারক হোসেন। গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। দগ্ধদের সহকর্মী মোঃ শাহিন জানান, রায়েরবাগ ইউনুস টাওয়ারের সাত তলায় টাইলসের কাজ করছিল রিয়াজ ও সোহেল। এ সময় গ্যাস লাইন চেক করার সময় হঠাৎ আগুন লেগে যায়। এ সময় তারা দগ্ধ হন। পরে দ্রæত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধ রিয়াজের ৩৮ শতাংশ ও সোহেলের ২২ শতাংশ দগ্ধ হয়েছেন।
×