ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি ছাড়া কোন দল সুশাসন দিতে পারেনি ॥ হাওলাদার

প্রকাশিত: ০৬:২৫, ৯ অক্টোবর ২০১৮

জাতীয় পার্টি ছাড়া কোন দল সুশাসন দিতে পারেনি ॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গলে ভোট দিয়ে তাদের আস্থা ব্যক্ত করবে। গত দু’যুগের রাজনৈতিক কর্মকা- বিবেচনায় মানুষের আস্থা এখন জাতীয় পার্টির উপর। কারণ জাতীয় পার্টি ছাড়া এদেশে কোন রাজনৈতিক দলই সুশাসন, গণতন্ত্র আর উন্নয়ন দিতে পারেনি। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে একথা উল্লেখ করে হাওলাদার বলেন, ২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ দেশের মানুষের আস্থা ও বিশ^াস বাড়িয়ে দেবে। তাই মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বানও জানান তিনি। সভায় আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, কো-চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়, মহাসচিব আবুল হাসনাত, ক্বারী মাওলানা আসাদুজ্জামান, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এমএ মতিন, সিনিয়র যুগ্মমহাসিচব মাওলানা শউম আবদুস সামাদ, অধ্যাপক এমএ মোমেন, সৈয়দ মোজাফ্ফর হোসেন, এ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, বিএনএ’র চেয়ারম্যান সেকান্দার আলী মনি, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যরা হচ্ছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল আলম রুবেল, ইসলামী ফ্রন্টের এমএ মতিন, শউম আবদুস সামাদ, ইসলামী মহাজোটের কেএম আবু হানিফ হৃদয়, ক্বারী মাওলানা মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, বিএনএ’র এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান। পার্টির বিশেষ সভা ॥ সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে মঙ্গলবার ১১টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। জরুরী ওই সভায় ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। রংপুর সফরে এরশাদ ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দু’দিনের সফরে রংপুর গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বেলা সাড়ে ১১টায় মাহিগঞ্জ কলেজ শিক্ষক নিয়োগ বোর্ডে অংশ নেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার। সকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিমানবন্দরে বিদায় জানান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, আশরাফ সিদ্দিকী, শাহজামাল রানা, কাজী আবুল খায়ের। আজ মঙ্গলবার তার ঢাকার ফেরার কথা রয়েছে।
×