ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কামাল হোসেনের দল জামায়াতের সঙ্গে যাবে না

প্রকাশিত: ০৬:০১, ১২ সেপ্টেম্বর ২০১৮

কামাল হোসেনের দল জামায়াতের সঙ্গে যাবে না

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংবিধান অমান্য করে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটে জামায়াত আছে, এই জোটে আপনারা থাকবেন কি না এমন প্রশ্নে কামাল হোসেন বলেন, জামায়াত এখন নিবন্ধিত কোন রাজনৈতিক দল না। আমরা জামায়াতের সঙ্গে আন্দোলনে জোটবদ্ধ হবো না। আমাদের এ অবস্থানের বিষয়টি আমরা পরবর্তীতে আরও স্পষ্ট করব। তিনি আরও বলেন, আমাদের দল ঐক্য করবে না। অন্য কোন দল যাবে কিনা আমার জানা নেই। আমি সারা জীবনে যা করিনি তা এখনও করব না। ওরা (জামায়াত) তো এখন কোন রাজনৈতিক দলও না। সাবেক আইনমন্ত্রী কামাল হোসেন বলেন, অনেক মানুষ গুম হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। এগুলো কারা করছে তা তদন্ত করে দেখা দরকার। গুম-নিখোঁজ শেষে যারা ফিরে আসছে তারাও মুখ খুলছে না। কেন খুলছে না? এভাবে গুম-নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি সংবিধান সমর্থন করে না। এগুলোর বিষয়ে আদালতে তদন্ত হওয়া দরকার। সরকার সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছে না মন্তব্য করে সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেন বলেন, সংবিধানে বলা আছে, কাউকে আটক করা হলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে। সংবিধানের এ নিয়ম মানা হচ্ছে না। আমরা এ সব বিষয়ে আদালতে যাব। উচ্চ আদালতের কাছে আমরা আদেশ চাইব। মৃত ব্যক্তিকে পুলিশ ককটেল ছুড়তে দেখেছে, আসামিকে বাদী চেনেন না। কিন্তু মামলা হচ্ছে এগুলো আজব দেশেই ঘটতে পারে। পুলিশ যদি সরকারের অনুমতি ছাড়া এগুলো করে তাহলে সেটা গুরুতর অপরাধ। আর যদি সরকারের অনুমতি নিয়ে করে তাহলে সরকার সংবিধান অমান্য করছে। সাদা পোশাকে ধর-পাকড় চলছে একথা উল্লেখ করে প্রবীণ আইনজীবী কামাল হোসেন বলেন, সাদা পোশাকে যারা আটক করছে তারা কারা? সাদা পোশাকধারীদের ছিনতাইকারী ভেবে জনগণ যদি ব্যবস্থা নেয় তখন কী হবে? সংবিধানে রয়েছে কাউকে আটক করতে হলে ইউনিফর্ম পরে আটক করতে হবে। আমরা এ সব বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। আমরা সংবিধানের শাসনের বাইরে চলে যাচ্ছি।
×