ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দিপালীর চোখ নষ্ট হওয়ার পথে, চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৮

 দিপালীর চোখ নষ্ট হওয়ার পথে, চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ গ্লকোমা রোগে আক্রান্ত দিপালী রানীর (৩৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই রোগে আক্রান্ত হয়ে তিনি ইতোমধ্যে একটি চোখ হারিয়েছেন। অন্য চোখটিও নষ্ট হওয়ার পথে, স্পষ্টভাবে দেখতে পারেন না। অন্য লোকের সাহায্য ছাড়া চলতে পারেন না। দিপালী রানীকে সুস্থ করে তুলতে অনেক অর্থের দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, দিপালী রানীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯১২৭৩৪০৪৪। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে দিপালী রানী, বাংলাদেশ কৃষি ব্যাংক, আয়লা বাজার শাখা, বরগুনা, হিসাব নং ৬০৯২১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×