ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জের সম্মুখীন নারীরা প্রতি ১০০ জনের ৯৮ জনই বিচার পান না

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ আগস্ট ২০১৮

 চ্যালেঞ্জের সম্মুখীন  নারীরা প্রতি ১০০ জনের ৯৮ জনই বিচার পান না

স্টাফ রিপোর্টার ॥ বিচার পাওয়া প্রতিটি মানুষের মানবিক অধিকার। নারীরা বিচার ব্যবস্থায় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কাক্সিক্ষত বিচার পাচ্ছে না। প্রতি ১০০ জনে ৯৮ জন বিচার পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শনিবার ডেইলি স্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত ‘নারীদের জন্য বিচার ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, ‘ বিচারকার্যের সঙ্গে জড়িত সকলের মানসিক পরিবর্তন আনা জরুরী। ন্যায্য সমাজ গড়তে হলে নারীর ওপর নির্যাতন বন্ধ করতেই হবে। যতদিন বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকবে, বিচারিক দীর্ঘসূত্রতা দূর না হবে, ততদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। সকলের সমন্বয়ে, সব তথ্য উপাত্ত নিয়ে এবং করণীয় নির্ধারণ করে একটি সুপারিশমালা তৈরির ওপর তিনি গুরুত্ব আরোপ করেন এবং তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও অক্সফ্যাম এর সহায়তায় ‘ক্রিয়েটিং স্পেস টু টেক এ্যাকশন অন ভায়োলেন্স এ্যাগেইন্সট উইমেন এ্যান্ড গার্লস’ প্রকল্পের আওতায় আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন। আরও ছিলেন- বিচারক মোঃ শওকত হোসেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, আমরাই পারি জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক প্রমুখ।
×