ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাবস্টেশন ট্রিপ

মগবাজারের আশপাশে ২০ মিনিট অন্ধকার

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ জুলাই ২০১৮

 মগবাজারের  আশপাশে ২০ মিনিট  অন্ধকার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মগবাজার সাবস্টেশন ট্রিপ করায় রবিবার বিকেলে রাজধানীর মগবাজার, কাওরান বাজার, হাতিরপুল, শাহবাগের আশপাশের এলাকা ২০ মিনিটের জন্য একেবারে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংস্কার শেষে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি করছে ডিপিডিসি। ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার জানান, রামপুরার আফতাব নগর সাবস্টেশন থেকে আসা বিদ্যুতের লাইনে সমস্যার কারণে রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে মগবজার সাবস্টেশনের সার্কিট ১ এবং ২ ট্রিপ করে। সংস্কার শেষে বিকেল সাড়ে ৫টায় আবার লাইনটি চালু করা হয়। বিকেল ৫টা ১০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিট মগবাজার সাবস্টেশন সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুত ছিল না। বিকেল ৫টা ৩০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিকেল ৫টা ৫৭ মিনিটে আবার সার্কিট-২ ট্রিপ করে। সংস্কার শেষে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়েছে বলে জানান তিনি। তবে ৫টা ৩০ মিনিটের পর একটি সার্কিটে বিদ্যুত সরবরাহ করায় এই এলাকার কিছু অংশে লোডশেডিং করতে হয়েছে বলে জানান তিনি।
×