ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভৈরবের ভাঙ্গনে বিলীন বাগেরহাট-রূপসা সড়ক

প্রকাশিত: ০৫:০৭, ১৬ জুলাই ২০১৮

 ভৈরবের ভাঙ্গনে বিলীন বাগেরহাট-রূপসা  সড়ক

বাবুল সরদার, বাগেরহাট ॥ যাত্রাপুর এলাকায় ভৈরব নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। রবিবার দুপুরে ভাঙ্গনের কবলে পড়ে উম্মে হাবিবা (১১) নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রী মারত্মক আহত হয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষণিক খুমেক হাসপাতালে পাঠানো হয়। তার মা লাকি বেগম জানান, উপচেপড়া পানির তীব্র স্্েরাতে পা পিছলে পড়ে গিয়ে তার একমাত্র সন্তান (মেয়ে) মারত্মক আহত হয়। বহু কষ্টে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। জরুরী বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, অশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা রেফার্ড করা হয়েছে। এদিকে, ভাঙ্গনে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের মুচিঘাট, ভাঙ্গনের পাড় এলাকায় সড়কটির অর্ধেকেও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। আবার জোয়ারের সময় সড়ক উপচে হুহু করে পানি ঢুকছে লোকালয়ে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল তো দূরে থাক, মানুষজন হাঁটতেও পারছেন না। যাত্রাপুর ইউনিয়নের ৮/১০টি গ্রাম জোয়ারের উপচে পড়া পানিতে ফসলের ক্ষেত, ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। একদিকে ভাঙ্গন, অপরদিকে অস্বাভাবিক জোয়ারের উপচেপড়া পানিতে দুর্বিপাকের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন বলেন, ভাঙ্গনের ভয়াবহতা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
×