ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে ইজিবাইক চাপায় শিশু নিহত

প্রকাশিত: ০৬:৫৪, ১১ জুলাই ২০১৮

শেরপুরে ইজিবাইক চাপায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ জুলাই ॥ নালিতাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চাপায় সুরমা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দাওধারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার দাওধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং স্থানীয় আব্দুস সালামের কন্যা। জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে সুরমা স্কুলের সামনে থাকা দোকান থেকে খাবার কিনে পড়ার সাথীদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। ওই সময় দ্রুতগামী একটি ইজিবাইক সুরমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় ট্রাকের হেলপার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস জানান, মঙ্গলবার সকালে বগুড়াÑঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিলন (২২) নামে এক ট্রাক হেলপার নিহত ও ৩ জন আহত হয়েছে। পুলিশ জানায় সকাল ৯ টার দিকে শেরপুরের শেরুয়াবটতলা সংলগ্ন ধরমোকাম এলাকায় ঢাকার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। টাঙ্গাইলে পিকআপ চালক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, সখীপুরে বাঁশ বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কায় রতন মিয়া (৩৫) নামের পিকআপ চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সখীপুর-গোড়াই সড়কের প্রতীমাবঙ্কী চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত রতন মিয়া টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার আমীর আলীর ছেলে। নীলফামারীতে ভ্যানযাত্রী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় ভ্যানচালক হাফিজুর রহমান (৩৫)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলা শহরের ডাকবাংলো সড়কে খাদ্য গুদামের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল চন্দ্র ওই উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম ডোলঢিপি গ্রামের মৃত দীননাথ রায়ের ছেলে।
×