ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

প্রকাশিত: ০৫:০০, ২৩ জুন ২০১৮

নেত্রকোনায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ জুন ॥ কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের চারিয়া গ্রামে ছুরিকাঘাতে ময়না আক্তার(৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে স্বামীর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়। এছাড়া সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তার স্বামী সাইকুল ইসলামসহ (৪৮) তিনজনকে। আটক হওয়া অপর দু’জন হলেন সাইকুলের প্রথম স্ত্রী রেহানা আক্তার ও সাইকুলের ভাগনে শাহারুল ইসলাম। জানা গেছে, চারিয়া গ্রামের সাইকুল ইসলাম একযুগ আগে পূর্বধলার বেতকান্দা গ্রামের রেহানা আক্তারকে প্রথম বিয়ে করেন। এরপর গত বছর দ্বিতীয় বিয়ে করেন প্রতিবেশী মৃত খালেক মিয়ার মেয়ে ময়না আক্তারকে। ময়নাকে বিয়ে করে সাইকুল একই গ্রামে তার বোনের বাড়িতে একটি ঘরে বসবাস করছিলেন। কিছুদিন ধরে ময়নার সঙ্গে সাইকুলের বনিবনা হচ্ছিল না। এ কারণে আগের স্ত্রী রেহানাকে নিয়ে সংসার করতে চাচ্ছিলেন তিনি। শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে সাইকুল হঠাৎ চিৎকার করে বলতে থাকেন তার দ্বিতীয় স্ত্রী ময়নাকে কে বা কারা খুন করে ফেলে চলে গেছে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেনÑ তিনি ঘরের মেঝেতে ময়নার লাশের পাশে বসে আছেন। ঘরে ওই সময় সাইকুলের ভাগনে শাহারুল ইসলামও শুয়েছিল। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে সাইকুল, তার প্রথম স্ত্রী রেহানা আক্তার ও ভাগনে শাহারুলকে আটক করে। . গফরগাঁওয়ে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, গফরগাঁওয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাদক কারবারিদের মারধরে বিল্লাল শেখ (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন ফরিদপুর গ্রামে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ৮ জনকে আসামি করে পাগলা থানায় মামলা করেছেন। জানা যায়, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় গত মঙ্গলবার মাদক কারবারি রমজান ও রিপনের নেতৃত্বে নিহত বিল্লাল শেখের ছেলে বাবলুকে (৩৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে বৃহস্পতিবার আছরের নামাজ শেষে স্থানীয় কান্দিপাড়া বাজারে যাওয়ার পথে বিল্লাল শেখকে আটকিয়ে কিল, ঘুষি মারতে থাকলে এক পর্যায়ে বৃদ্ধ বিল্লাল মাটিতে পড়ে যান। এ অবস্থায় মাদক কারবারিরা বৃদ্ধ বিল্লালের বুকের ওপর চড়ে বসে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে মনির মিয়ার অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করায় মঙ্গলবার আমার বাবার মাথা পিটিয়ে ফাটিয়ে দেয়। এতেও তারা ক্ষান্ত না হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে আমার বাবার বুকের ওপর চেপে বসে এলোপাথাড়ি কিল, ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে বাবা অচেন হয়ে পড়লে মৃত ভেবে তার চলে যায়। . রাজশাহীতে পুলিশের স্ত্রী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, তানোর থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তানোর সদরের একটি ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত নারীর নাম মাহাফুজা আকতার পলি (৩২)। তার স্বামীর নাম এরশাদ আলী। পলির বাবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। পলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, পলি এবং তার স্বামী পৃথক ঘরে ঘুমাতেন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর ঘরে গিয়ে এরশাদ তার লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেয়া হলে লাশটি উদ্ধার করা হয়। . সাভারে নারী ও স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, শুক্রবার সকালে পৃথক ঘটনায় সাভারের ভাকুর্তা ও আশুলিয়ার পলাশবাড়ী থেকে এক স্কুল শিক্ষার্থী ও এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, এদিন সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন পলাশবাড়ীর ‘হাবিব সিএনজি স্টেশন’ এর পাশে ব্রিফকেস ভর্তি অজ্ঞাত (২২) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে গলা টিপে হত্যা করে লাশ ব্রিফকেসে ভর্তি করে সেখানে ফেলে রেখে যায়। অপরদিকে, সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া দক্ষিণপাড়ায় নিজ বাড়ি থেকে ঝুলন্তাবস্থায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণীর শিক্ষার্থী বিপ্লব মিয়ার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। সে ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। . কুড়িগ্রামে জেলে স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলার কুটি সীমান্তের ভারতের অভ্যন্তর হতে বাংলাদেশী একজনের লাশ উদ্ধার করেছে বিএসএফ। পরে বিজিবি এবং বিএসএফ উপস্থিতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা গেছে, মংলার কুটি গ্রামের মৃত সন্দির আলীর ছেলে আলম মিয়া গেল রাতে বাংলাদেশ-অসম সীমান্তের ১০১১ এবং ১০১২ মেইন পিলারের মধ্যবর্তী এলাকা মরাখানার ভারতীয় অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেনি। সকালে তার লাশ পানিতে পড়ে থাকতে দেখে বিজিবিকে খরব দেন এলাকাবাসী। পরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ভারতের অসম রাজ্যের গোলোগঞ্জ থানার পুলিশ। এসময় বাংলাদেশের কচাকাটা থানার পুলিশও উপস্থিত ছিল। দু’দেশের পুলিশ লাশের সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। এ সময় ভারতের পক্ষে নেতৃত্ব দেন গোলোগঞ্জ থানার ডিএসবি প্রাঞ্জল বড়াল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কচাকাটা থানার এসআই শহিদ। এসময় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবেন বলে জানান ধুবরী জেলার গোলোগঞ্জ থানা মেজিস্ট্র্রেট চয়নিকা ঠাকুরিয়া। . শ্রীপুরে যুবতী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরের গজারী বন থেকে শুক্রবার দুপুরে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার এসআই মনিরুজ্জামান মিয়া জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের হাসিখালী গ্রামের গজারী বনের ভেতর স্থানীয়রা লাকড়ী কুড়াতে গিয়ে শুক্রবার অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাপসপাতালে পাঠায়। আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই যুবতীর নাম-পরিচয় জানা যায়নি।
×