ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে টিকেট পেতে রেলস্টেশনে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৭:০৩, ৫ জুন ২০১৮

চট্টগ্রামে টিকেট পেতে রেলস্টেশনে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ এখন ব্যস্ত হয়েছে যানবাহনের টিকেট সংগ্রহে। দূরের যাত্রীদের ভিড় রেলস্টেশনে। অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ায় ভোর থেকে দীর্ঘ লাইন রেল স্টেশনের কাউন্টারগুলোতে। একটি টিকেট পাওয়া যেন অনেকটা যুদ্ধজয় করার মতো। ভোর রাতে সেহ্রি খাওয়ার পর থেকে শুরু হয় এই লাইন। চট্টগ্রাম রেল স্টেশনে সোমবার সকাল থেকে দেয়া হয় আগামী ৩০ জুনের টিকেট। ছাড়া হয়েছে চট্টগ্রাম-চাঁদপুর রুটের দুটি স্পেশাল ট্রেনের টিকেটও। ঈদে যাত্রা নিশ্চিত করতে ট্রেনের টিকেটের জন্য বলতে গেলে সারাক্ষণই প্লাটফরম ভরপুর। সপরিবারে বেড়াতে যেতে ইচ্ছুকরাই ট্রেনকে বেশি পছন্দ করছেন। তাছাড়া দেশের এমন কিছু জেলা রয়েছে, যেখানে যেতে রেল যোগাযোগই সুবিধাজনক। পরিবারের সদস্যরা মিলে বাড়ি যাবে বিধায় একেক জনকে টিকেট নিতে হচ্ছে একাধিক, এমনকি দফায় দফায়ও। চট্টগ্রাম রেল স্টেশন সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় ভোগান্তি যতটুকু সম্ভব কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রুটগুলোতে ট্রেনের সংখ্যা এবং বগিও বাড়ানো হয়েছে। শুক্র, শনি এবং রবিবার যথাক্রমে ৬৫, ৭৫ এবং ৮০ শতাংশ অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। টিকেট কালোবাজারি এবং যাত্রী হয়রানি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে।
×