ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লেবুর গন্ধযুক্ত পানীয় এনেছে কোকাকোলা

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০১৮

লেবুর গন্ধযুক্ত পানীয় এনেছে কোকাকোলা

প্রথমবারের মতো এ্যালকোহলযুক্ত পানীয় বাজারে এনেছে মার্কিন কোম্পানি কোকাকোলা। সোমবার লেবুর গন্ধযুক্ত এই পানীয়টি জাপানের বাজারে ছাড়া হয়েছে। জাপানের নারীদের বিশেষ করে তরুণীদের জনপ্রিয় করতে ‘চুহাই’ নামের এই পানীয়টা বাজারে ছেড়েছে কোকাকোলা। কোকাকোলার জাপান শাখার প্রেসিডেন্ট জর্জ গারদুনো জানান, ১৯৭০ সাল থেকেই মার্কিন প্রতিষ্ঠানটি ওয়াইন ব্যবসার সঙ্গে যুক্ত। তবে গত ১২৫ বছরের ইতিহাসে জাপানের এই পরীক্ষামূলক বাজারজাত রীতিমতো ব্যতিক্রম। সোমবার থেকে জাপানের দক্ষিণের কিউশু অঞ্চলে লেবুর স্বাদে তিন, পাঁচ ও সাত শতাংশ হারে এ্যালকোহলযুক্ত তিনটি পানীয় বাজারজাত শুরু হয়েছে। ৩৫০ মিলিলিটারের এই ক্যান বিক্রি হবে ১৫০ ইয়েন মূল্যে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, জাপানের পানশালাগুলোতে লেমন ফ্লেভারের পানীয়গুলো ব্যাপক জনপ্রিয়। বাজার ঘুরে বিষয়টি বুঝতে পেরে কোকাকোলা এই উদ্যোগ নিয়েছে।-ওয়েবসাইট
×