ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাইন বোর্ড টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত-৪

প্রকাশিত: ০৪:৪০, ২৬ মে ২০১৮

সাইন বোর্ড টানানোকে  কেন্দ্র করে সংঘর্ষে  মহিলাসহ আহত-৪

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৫ মে ॥ আমতলী উপজেলার দক্ষিণ কাঁঠালিয়া গ্রামে জমিতে সাইন বোর্ড টানানোকে কেন্দ্র করে দু’পক্ষের শাহ আলম মাঝি, নজরুল মৃধা, রশিদ মুসল্লি ও জমিনা বেগম আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম ও ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কাঁঠালিয়া গ্রামের আবদুর রাজ্জাক মুসল্লির রেকর্ডীয় জমি শাহ আলম মাঝি ছোলেনামা মূলে (আদালতের আদেশ) জমি দাবী করে তার লোকজন নিয়ে সাইন বোর্ড টানাতে যায়। এতে বাঁধা দেয় আবদুর রাজ্জাক মুসল্লির ও তার লোকজন। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শাহ আলম মাঝি ( ৪৫), নজরুল মৃধা (৫০), রশিদ মুসল্লি (৮০) ও জমিনা বেগম (৫৫) গুরুতর আহত হয়। গুরুতর আহত শাহ আলম মাঝি (৪৫), নজরুল মৃধা (৫০), রশিদ মুসল্লিকে (৮০) বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জমিনা বেগমকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহ আলম জানান, আমার ছোলেনামা জমিতে সাইন বোর্ড টানাতে গেলে আবদুর রাজ্জাকের লোকজন পিটিয়ে আমার এবং নজরুলের পা ভেঙ্গে দিয়েছে।
×