ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইফতার দিতে গিয়ে সেলফি!

প্রকাশিত: ০২:১১, ১৮ মে ২০১৮

ইফতার দিতে গিয়ে সেলফি!

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির কয়েকজন নেতাকর্মী শুক্রবার দুপুরে ইফতার সামগ্রী নিয়ে কারা ফটকে গেলে তা কারা-বিধি অনুযায়ী দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছানো সম্ভব নয় বলে তা ফিরিয়ে দিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ইফতার সামগ্রী হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা এ সময় খোঁশগল্প ও সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। প্রকৃত অর্থে তারা খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী দিতে গিয়েছিলেন কি না সে বিষয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা গেছে, শুক্রবার দুপুর ৩টার সময় বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে ৩৩ জন কর্মী পুরান ঢাকার নাজিমুদ্দিন সড়কের কারা ফটকে ইফতার সামগ্রী নিয়ে হাজির হন। এর ঘণ্টাখানেক পর বিকেল ৪টার দিকে বিএনপির ঢাকা জেলার কর্মীরা প্রায় ১৫ জন জেল গেটে ইফতার সামগ্রী নিয়ে হাজির হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারি প্রধান রক্ষী মো. আল আমিন বলেন, কারাবিধি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা ইফতার সামগ্রী পৌছানোর আবেদন না করায়, তা ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামী রবিবার তাদের আবেদন করতে বলা হয়েছে। কারাবন্দি যে কোনো আসামি সঙ্গে দেখা করা বা খাবার পাঠানোর বিষয়ে নির্দিষ্ট কারাবিধি রয়েছে, এমন তথ্য জানিয়ে সহকারি প্রধান কারারক্ষী মো. আল আমিন বলেন, বিধি অনুযায়ী, যে কোনো বন্দিকে শুধুমাত্র তার পরিবারের সদস্যরা, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, তারাই দেখা করার জন্য বা খাদ্য-সামগ্রী পাঠানোর জন্য আবেদন করতে পারেন। ধারাবাহিতভাবে ১০ দিন অন্তর অন্তর এ আবেদন করা যায়। রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে দেখা করা খাদ্য-সামগ্রী পাঠানো সম্পর্কে মো. আল আমিন বলেন, রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিলেই দেখা করা বা খাদ্য-সামগ্রী পৌঁছানোর অনুমতি মেলে। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রকৃত অর্থেই ইফতার সামগ্রী বেগম খালেদা জিয়ার কাছে পৌছাতে চেয়েছেন কিনা, সে বিষয়ে সন্দেহ রয়েছে। কেননা দলটির নেতাকর্মীরা প্রকৃত অর্থে বেগম খালেদা জিয়ার জন্য কিছু করতে চাইলে নির্দিষ্ট আইন অনুযায়ী আবেদন করতেন। বিএনপির চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৪০ বার তাকে দেখতে গিয়েছেন এমন তথ্য জানিয়ে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ গণমাধ্যমকে বলেন, আজতো দেখা করার অনুমতি চাইনি, শুধুমাত্র ইফতার পৌঁছানোর জন্য আবেদন করেছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। এটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার মতো ঘটনা। রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে হলে বা খাবার পাঠালে হলে যে নিয়ম আছে, বিএনপির নেতাকর্মীরা সেই নিয়ম মেনে শুক্রবার আবেদন করেছিলেন কি না, জানতে চাইলে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদে বলেন, এর আগে ওয়ান ইলেভেনের সময় নেত্রী যখন বন্দি ছিলেন, তখন তো আমরা কারা ফটকে গিয়ে খাবার দিয়ে এসেছি। তখন তো ফিরিয়ে দেওয়া হয়নি। অথচ এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বন্দিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে হয়, আপনারা তার কাছে আবেদন করেছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে সুলতানা আহমেদে বলেন, আপনার কী মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করলে তিনি অনুমতি দেবেন। তিনি তো অনুমতি দেবেন না, তো আবেদন করার তো প্রশ্নই আসে না। জানা গেছে, সর্বোচ্চ ৩৩ জনের মহিলা কর্মীরা বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইফতার দিতে এসে সেলফি তুলতে মেতে ছিলেন। এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, বেগম খালেদা জিয়া ভালো আছেন। তিনি রোযা রেখেছেন। সেহরিতে মুরগির মাংস, সবজি এবং ডাল খেয়েছেন। ইফতারেও তাকে পুষ্টি সমৃদ্ধ ভালো খাবার পরিবেশন করা হবে।
×