ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে হামলা বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৭:২০, ১১ এপ্রিল ২০১৮

ফরিদপুরে হামলা বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ এপ্রিল ॥ সদরপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উত্তর যাত্রাবাড়ী গ্রামে। জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন ফকিরের সঙ্গে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আকতারুজ্জামান তিতাসের বিরোধ চলে আসছিল। উত্তর যাত্রবাড়ী গ্রামের জব্বার মাতুব্বর আকতারুজ্জামানের সমর্থক। অপরদিকে জব্বারের চাচাত ভাই রতন মাতুব্বর বিল্লালের সমর্থক। জব্বার ও রতনের বাড়ি পাশাপাশি। জব্বার ও রতনের যাতায়াতের রাস্তা নিয়ে সোমবার রাতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতের ঘটনার জেরে বিল্লালের সমর্থকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জব্বার মাতুব্বরসহ আকতারুজ্জামানের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। কয়েক দফা হামলায় জব্বার মাতুব্বর, বাকি মাতুব্বর, হাকিম মাতুব্বরের বাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বিল্লালের সমর্থকরা।
×