ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন

রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী অফিসে কাজ শুরু

প্রকাশিত: ০৫:৪৯, ৩ এপ্রিল ২০১৮

রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী অফিসে কাজ শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শনিবার ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটি হলো গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাকিব উদ্দিন মণ্ডল সোমবার থেকে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে তার কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করেছেন। বিকেলে তিনি তাদের সঙ্গে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। রিটার্নিং কর্মকর্তা রাকিব উদ্দিন ম-ল জানান, এ নির্বাচনে ১৯ জন সহকারী রিটার্নিং অফিসার ও তাদের প্রত্যেকের একজন করে সহায়ক কর্মকর্তা কাজ শুরু করেছেন। সোমবার তাদের মধ্যে ৫৭টি ওয়ার্ডকে ভাগ করে দায়িত্ব বণ্টন ও মালপত্র বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর ছাড়াও মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলা থেকে ওইসব কর্মকর্তা ওই কাজে যোগ দিয়েছেন। তিনি আরও জানান, তফসিল ঘোষণার দিন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ বাইরে মিছিল, মিটিং করতে পারবে না, নির্বাচনী পোস্টার, ব্যানার স্থাপন করতে পারবে না। ইতোমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং ওইসব উচ্ছেদ কাজ শুরু হয়েছে। তারপরও কিছু এলাকায় পোস্টার-ব্যানার রয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় সিটি কর্পোরেশন, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে সমাবেশ করে নির্বাচনী অবৈধ, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ কার্যক্রম চালানো হবে। কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করলে তাকে প্রথমে সতর্কীকরণ এবং সতর্ক না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অনিয়ম করে কেউ পার পাবে না। সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন জানান, কেউ চাইলে সোমবার থেকেই মনোনয়নপত্র ও ভোটার তালিকাসহ সিডি সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমার শেষ সময় ১২ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হলো ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৫ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে হালনাগাদ তথ্য ॥ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান জানান, ভুলত্রুটি সংশোধনের পর গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে বর্তমানে ভোটার সংখ্যা হলো ১১ লাখ ৩৭ হাজার ১১২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৭৫ হাজার ৮১৬ এবং নারী ভোটার ৫লাখ ৬১ হাজার ২৯৬ জন। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ৬ জুলাই। ওই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এবার সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৪৩০টি, গত বারের তুলনায় এর সংখ্যা ৩৮টি বেশি।
×