ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে শাহীন ব্যাপারীর লাশের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৮:০২, ২৭ মার্চ ২০১৮

সিদ্ধিরগঞ্জে শাহীন ব্যাপারীর  লাশের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নেপালে বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়া শাহীন ব্যাপারীর লাশের দাফন কাজ সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ মহানগীর সিদ্ধিরগঞ্জের মিজমিজির পাইনাদি কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে রাত সাড়ে ৯টায় শাহীন ব্যাপারীর নিথর দেহ এ্যাম্বুলেন্সে করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকার তার ভগ্নিপতি আজিজ মাদবরের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় শাহীন ব্যাপারীর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত লোক লাশ দেখতে ভিড় করে। এ সময় আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং তারা কান্নায় ভেঙ্গে পড়েন। শাহীন ব্যাপারীর লাশ দেখে শাহীনের বৃদ্ধা মাতা জাহানারা বেগম, স্ত্রী রীমা আক্তার বার বার মূর্ছা যাচ্ছিলেন। শাহীনের ৫ম শ্রেণীতে পড়ুয়া একমাত্র মেয়ে সূচনা বাবার শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে। সূচনা শুধু চোখের পানি ফেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সূচনা সিদ্ধিরগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। পরে রাত ১১টার দিকে শাহীন ব্যাপারীর লাশ দাফনের উদ্দেশে মিজমিজি পাইনাদি কেন্দ্রীয় করবস্থান কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে রাত সাড়ে ১১টায় লাশ দাফন করা হয়।
×