ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সীতাকুন্ডে র‌্যাবের  সঙ্গে বন্দুকযুদ্ধে  ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি ॥ সীতাকু-ে বরের গাড়িতে ডাকাতির ঘটনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও মালের পাশাপাশি দুটি এলজি,একটি বিদেশী পিস্তল এবং ব্যাপক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ভোরে উপজেলার বড়কুমিরা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ডাকাতের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব। র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান,চট্টগ্রামের হাটহাজারী থেকে বিয়ে শেষে গাড়িতে কুমিল্লার লাকসামে ফিরছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে বরযাত্রীরা। ভোরে বর-যাত্রীবাহী গাড়িটি মহাসড়কের কুমিরা বাইপাস অতিক্রমকালে ডাকাতদল গাড়ির গতিরোধ করে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কারসহ মাল নিয়ে পালিয়ে যায়। এতে ডাকাতদলের হামলায় ৮/১০ বরযাত্রী আহত হয়। ঘটনার পরে ভুক্তভোগীরা ছোটকুমিরায় দাঁড়িয়ে থাকা র‌্যাবের টহল দলের কাছে বিষয়টি জানালে র‌্যাব ডাকাতদের ধরতে অভিযান শুরু করেন। এ সময় ডাকাতদল পাশের একটি জঙ্গলে বসে ডাকাতির মাল ভাগাভাগি করছিলেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। এ সময় ঘটনাস্থলে মাল ফেলে পালিয়ে যায় ডাকাতরা। গুলিবিনিময় শেষে র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি এলজি,একটি বিদেশী পিস্তল ও ব্যাপক গোলাবারুদসহ বরযাত্রীর গাড়ি থেকে লুণ্ঠিত মাল উদ্ধার করেন। নিহত ডাকাতকে সকালে সীতাকু- থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
×