ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাবনায় ভারি যান চলাচলে রাস্তা ভেঙ্গে চৌচির

প্রকাশিত: ০৬:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

পাবনায় ভারি যান চলাচলে রাস্তা ভেঙ্গে চৌচির

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ ফেব্রুয়ারি ॥ সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে প্রভাবশালীরা ভারি যানবাহনযোগে বালু পরিবহন করায় স্থানীয় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বালি পরিবহনের কারণে রাস্তাগুলো ভেঙ্গে গভীর খাদের সৃষ্টি হওয়ায় জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। উপজেলা প্রকৌশল সূত্রে জানা যায়, সুজানগর-চিনাখড়া সড়ক, পাবনা-সুজানগর সড়ক, সুজানগর-আতাইকুলা সড়ক, পৌরসভার হাসপাতাল গেট হতে ভবানীপুর সড়ক বালি পরিবহনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সকল সড়ক দিয়ে উপজেলার হাজার হাজার মানুষ বাস, মাইক্রোবাস, সিএনজিসহ বিভিন্ন যানবাহনযোগে দূর-দূরান্তে যাতায়াত করেন। পাশাপাশি এলাকার শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে স্থানীয় স্কুল-কলেজে যাতায়াত করে থাকে। সেই সঙ্গে এলাকার কৃষকরা সড়কগুলো দিয়ে যানবাহনযোগে তাদের কৃষি পণ্য আনা নেয়া করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যবসায়ীরা চরতারাপুর ইউনিয়নের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি কেটে ওই সকল সড়ক দিয়ে ট্রাক, ট্রলি এবং হ্যারো গাড়িসহ বিভিন্ন ভারি যানবাহনযোগে বিভিন্ন এলাকায় পরিবহন করছে। এতে সড়কগুলোর বেশিরভাগ জায়গা ভেঙ্গে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু তাই নয়, বালি পরিবহনের কারণে এসব সড়ক যে পাকা ছিল তা আর বোঝার উপায় নেই। এসব সড়কে প্রতিদিন যখন বালি পরিবহন করা হয় তখন সড়কের আশপাশের পাড়াতে ধূলির ঝড় বইতে শুরু করে। ক্রমাগত ধূলাবালি উড়ার কারণে এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় রাস্তার ধারের পাড়াগুলোর শিশু, বৃদ্ধদের শ^াসজনিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রতিদিন প্রকাশ্যে এসব সড়কে বালু এবং মাটি পরিবহন করা হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। ফলে ব্যবসায়ী প্রতিনিয়ত নির্বিঘেœ যানবাহনযোগে বালু ও মাটি পরিবহন করে সড়কগুলোর ক্ষতি সাধনসহ সাধারণ মানুষকে নানা ঝুঁকির মধ্যে ফেলছে। সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান, ভারি যানবাহনযোগে বালু পরিবহন করায় পৌরসভার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন জানান, রাস্তা ভাল রাখতে হলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, বিষয়টি সর্ম্পকে তিনি জানতে পেরেছেন এবং ইতোমধ্যে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয়েছে।
×