ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ১৪ মার্চ রাজধানীতে মহাসমাবেশ

প্রকাশিত: ০৮:০৮, ২৯ জানুয়ারি ২০১৮

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ১৪ মার্চ রাজধানীতে মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়করণসহ ১১ দফা দাবিতে কর্মবিরতির পরও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয়ায় ১৪ মার্চ ঢাকায় শিক্ষক মহাসমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। রবিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত উপজেলা, জেলা ও কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ মহাসমাবেশকে সফল করতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। ১৬ ফেব্রুয়ারি ঢাকায় জেলা প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। ১১ মার্চ সারাদেশে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট এবং সব উপজেলায় শিক্ষক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। ১২ মার্চ সব জেলায় শিক্ষক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।
×