ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০৪:২৩, ২১ জানুয়ারি ২০১৮

উৎসবমুখর পরিবেশে ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভোটাররা ছিল আনন্দিত। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) ও শারীরিক শিক্ষা কেন্দ্রে এই ভোট গ্রহণ চলে। ভোট দিতে এসে অনেকে ফিরে গেছেন সত্তর-আশির দশকের ক্যাম্পাসের সময়ে। সেই সময়ের স্মৃতি স্মরণ করে গল্প-আড্ডায় মেতে উঠেন অনেকই। এবারের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ২৫টি আসনের বিপরীতে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীপন্থী প্রার্থীরা ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’, বিএনপি ও জামায়াতপন্থী প্রার্থীরা ‘জাতীয়তাবাদী পরিষদ’ এবং বামপন্থী শিক্ষকরা ‘প্রগতিশীল পরিষদ’ নামে প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে ঢাকার বাইরে গত ৬ জানুয়ারি থেকে ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন শুরু হয়। এরপর ১৩ ও ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই তিন পর্বে ঢাকার বাইরে ৪২ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। আজ রবিবার সব কেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
×