ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধর্মের রাজনীতি জাতিকে বিভক্ত করছে ॥ মেনন

প্রকাশিত: ০৬:০৪, ১৮ জানুয়ারি ২০১৮

ধর্মের রাজনীতি জাতিকে বিভক্ত করছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সমাজ কল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বর্তমানে ধর্মের রাজনীতি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে। জাতিকে বিভক্ত করছে। দেশের কৃষক মেহনতী, শ্রমজীবী মানুষকে নিয়ে এই বিভেদ সৃষ্টিকারীদের সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দিতে হবে। তেভাগা কৃষক আন্দোলন দিয়ে কমরেড অমল সেন যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। কমরেড অমল সেনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে দু’দিনব্যাপী স্মরণ মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোরের বাঘারপাড়া উপজেলার বাঁকড়ী গ্রামের মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এদিন বিকেলে অমল সেনের সমাধি স্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর বিদ্যালয় মাঠে সরলা সিং অস্থায়ী মঞ্চে স্মরণসভায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য ও অমল সেন স্মৃতি পরিষদের সভাপতি ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী রাশেদ খান মেনন আরও বলেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন আর সাম্প্রদায়িকতার থাবা থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। এর জন্য প্রয়োজন আদর্শনিষ্ঠ রাজনৈতিক কর্মী। অমল সেন সেই আদর্শনিষ্ঠার ভিত্তিতেই জীবন পরিচালনা করেছেন; যা তাকে মৃত্যুর পরও স্মরণীয় করে রেখেছে। তিনি বলেন, বর্তমানে আমরা উন্নয়নের পথে আছি; এতে কোন সন্দেহ নেই। তবে এ উন্নয়নে ধনী-গরিবের বৈষম্য প্রকট। শুধু ধনী-গরিব নয়; এ বৈষম্য শহরের সঙ্গে গ্রামেরও। তিনি বলেন, উন্নয়ন টেকসই পর্যায়ে নিতে হলে অবশ্যই প্রান্তিক জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
×