ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আগুনে শিশুসহ দগ্ধ তিন

প্রকাশিত: ০৬:৩৪, ৯ জানুয়ারি ২০১৮

গাজীপুরে আগুনে শিশুসহ দগ্ধ তিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে সোমবার চুলার গ্যাস লিকেজের কারণে আগুনে দগ্ধ হয়েছে এক গার্মেন্টস কর্মীর মা ও তার ছেলেসহ একই পরিবারের তিনজন। দগ্ধরা হলেন কালিয়াকৈর থানার পল্লীবিদ্যুত এলাকার বাসিন্দা নুুরুন নাহার, তার ছেলে সাব্বির হোসেন ও বোন খাদিজা আক্তার। জানা গেছে, কালিয়াকৈর থানার এলাকাস্থিত আনসার একাডেমিতে পোশাক কারখানায় চাকরি করেন নুরুন নাহার। সোমবার ভোরে পানি গরম করতে গ্যাসের চুলা জ্বালানোর আগুন জ্বালায় সে। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও পুরো ঘরে আগুন ধরে যায়। এতে নুুরুন নাহার, তার ছেলে সাব্বির হোসেন ও বোন খাদিজা আক্তার কমবেশি দগ্ধ হয়। মিউজিয়ামের দানবাক্স চুরি নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৮ জানুয়ারি ॥ শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি থেকে তলোয়ার চুরির ঘটনার পর এবার কুষ্টিয়ার লাহেনীপাড়ায় অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন মিউজিয়াম থেকে কাঠের বড় একটি দানবাক্স চুরি গেছে। রবিবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। দর্শনার্থীরা এ দান বাক্সে মিউজিয়ামের উন্নয়ন কাজের জন্য দান করতেন। স্থানীয় ইউপি মেম্বার শহিদুল আলম জানান, তালা দেয়া অবস্থায় মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে অনেক পুরনো একটি কাঠের দানবাক্স খোয়া গেছে। জেলা পরিষদ কর্তৃপক্ষ প্রতি এক বছর পর পর দানবাক্সটি খুলে থাকে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা এখানে মিউজিয়ামের উন্নয়ন কাজের জন্য এ দানবাক্সে দান করে থাকেন।
×