ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক অবরোধ, বিক্ষোভ পরীক্ষা স্থগিত আটক ৪

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন, প্রতিবাদে উত্তাল নগরী

প্রকাশিত: ০৫:৫৭, ৯ জানুয়ারি ২০১৮

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন, প্রতিবাদে উত্তাল নগরী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সরকারী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ও ছাত্রলীগ কর্মী তানিম খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নগরী। ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে ডিগ্রী পাস প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে সোমবার স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণ করার শেষ দিন থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের বাধার মুখে শিক্ষার্থীরা ক্যাম্পাস ঢুকতে পারেননি। খুনের ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। খুনীদের শাস্তির দাবিতে নগরীর চৌহাট্টা পয়েন্ট ও টিলাগড়ে সিলেট তামাবিল সড়ক অবরোধ করে সোমবার দিনভর বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে এমসি কলেজের প্রধান ফটকের সামনের টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে তারা। অবরোধের কারণে তামাবিল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার সকালে অবরোধ চলাকালে এমসি কলেজ ও টিলাগড় এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন দোকান মালিকরা। খুনের জের ধরে ডাকা ছাত্রধর্মঘটে অচল হয়ে পড়েছে এমসি কলেজ ও সিলেট সরকারী কলেজ ক্যাম্পাস। এমসি কলেজ ও সিলেট সরকারী কলেজের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছে রণজিৎ সরকার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, তানিম হত্যার বিচার চেয়ে ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট চলবে। অন্যদিকে বিক্ষোভকারীরা এমসি কলেজ খেলার মাঠে চলমান কাউন্সিলার আজাদ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট ম্যাচ বন্ধ করে দেয়। তারা মাঠে থাকা প্যান্ডেল ভাঙচুর করে। টিলাগড় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হন ছাত্রলীগকর্মী তানিম খান। তানিম জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিত সরকার অনুসারী ছাত্রলীগ কর্মী। এই হত্যাকা-ের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারি জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের নেতাকর্মীদের দায়ী করছেন। দলীয় সূত্রমতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিলেটে ছাত্রলীগ কর্মী তানিম খুন হয়েছে। তানিম খুনের ঘটনায় ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ডসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ‘ফাইটার’ ডায়মন্ড জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সোমবার ভোরে টিলাগড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক অন্যরা হলো ছাত্রলীগকর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ। তানিম সিলেট সরকারী কলেজের বিএ পাস কোর্সের ছাত্র এবং সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে। সে শহরতলীর ইসলামপুর এলাকায় একটি মেসে থাকত বলে তার সহপাঠীরা জানিয়েছে। নিহত তানিম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী। অপরদিকে তার ওপর হামলাকারীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী অনুসারী বলে জানা গেছে। গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকার ও সিটি কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন কর্মী আহত হন। এ ঘটনার দু’দিন পর এই কোন্দলের জের ধরেই ছাত্রলীগকর্মী তানিমকে প্রাণ হারাতে হলো।
×