ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুলনায় ভিসাপ্রাপ্তি সহজ করতে ভারতীয় হাইকমিশন অফিস খোলা হবে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৪:০৬, ২২ ডিসেম্বর ২০১৭

খুলনায় ভিসাপ্রাপ্তি সহজ করতে ভারতীয় হাইকমিশন অফিস খোলা হবে ॥ শ্রিংলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অচিরেই খুলনায় ভারতীয় হাইকমিশনের অফিস খোলা হবে। খুলনায় উপহাইকমিশন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও সহজ হবে। বৃহস্পতিবার যশোর রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, বর্তমানে কলকাতা-খুলনা ট্রেন চালু রয়েছে। অচিরেই কলকাতা-যশোর রুটেও ট্রেন চালু করা হবে। তিনি আরও বলেন, অন্য যে কোন বৈধ ভিসা থাকা অবস্থায় মেডিক্যাল ভিসা নেয়া যাবে এবং আগের ভিসাও বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি। হাইকমিশনার বলেন, চিকিৎসার জন্য ভারতে যেতে হলে অবশ্যই মেডিক্যাল ভিসার আবেদন করতে হবে। কোন পাসপোর্টধারীর বিজনেস ভিসা থাকলেও তাকে ফের মেডিক্যাল ভিসা নিতে হবে। একই সঙ্গে তার আগের ভিসাও বলবৎ থাকবে। তবে যে কোন ভিসায় ভারতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে অবশ্যই তিনি চিকিৎসা নিতে পারবেন। কলকাতা মৈত্রী ট্রেনের যশোরে স্টপেজ ও সিট বরাদ্দের দাবির পরিপ্রেক্ষিতে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বর্তমানে বাংলাদেশের ইমিগ্রেশন বেনাপোলে সম্পন্ন হচ্ছে। ফলে যশোরে স্টপেজ করলেও সমস্যা নেই। তবে আগামীতে খুলনায় ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার জন্য কাজ চলছে। তখন যশোরে স্টপেজ করার সুযোগ থাকবে না। এর আগে যশোরে রামকৃষ্ণ আশ্রম দেখে সন্তোষ প্রকাশ করে আশ্রমের অধ্যক্ষকে অভিনন্দন জানান হাইকমিশনার। এ সময় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ বোস, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজসহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×