ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চাল উৎপাদনে বিশ্বে পঞ্চম বাংলাদেশ ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ নভেম্বর ২০১৭

চাল উৎপাদনে বিশ্বে পঞ্চম বাংলাদেশ ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২২ নবেম্বর ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, চাল উৎপাদনে পৃথিবীর পঞ্চম অবস্থানের রয়েছে বাংলাদেশ। খাদ্য সুরক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, ২০০৯ সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন এদেশে খাদ্যের ঘাটতি ছিল ২৬ লাখ টন। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই ঘাটতি পূরণ করতে পেরেছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জন সচেতনতামূলক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এ.এম নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহ্ফুজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম মহীউদ্দীন, আইএফএসবির এনএফএল এ.কে.এম নুরুল আফসার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অধ্যাপক ইকবাল রউফ মামুন প্রমুখ।
×